বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

কোচিং সেন্টারের লেকচার শীট (Word File)

কোচিং সেন্টারের লেকচার শীট : কোচিং শিক্ষক ও পরিচালকদের জন্য সুখবর। কোচিং পরিচালনা করার জন্য Sheet অনেক গুরুত্ব বহন করে। কোচিংয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর Sheet ও সাজেশন তৈরি করে দিতে হয়। কিন্তু সকল শ্রেণির সকল বিষয়ের Sheet ও সাজেশন তৈরি করা সময় সাপেক্ষ একটি ব্যপার।

কোচিং সেন্টারের লেকচার শীট

আর তাই আপনাদের সময় এবং শ্রম লাঘবের জন্য কোর্সটিকায় আমরা নিয়ে এসেছি দারুণ একটি সেবা। আমরা আপনাদের জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের নোট, Sheet ও সাজেশন তৈরি করে রেখেছি। আপনি যদি একজন শিক্ষক বা কোচিং পরিচালক হয়ে থাকেন, তাহলে কোর্সটিকা থেকে এই শীটগুলো আপনি কিনে নিতে পারেন।

শীটগুলো কেমন হবে?

১. আমরা দিচ্ছি প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের সকল অধ্যায়ের শীট। এই শীটগুলোর Word ফাইল সাইজ প্রায় ৭ জিবি। এতে রয়েছে বোর্ড বইয়ের প্রশ্নের উত্তর এবং অতিরিক্ত অসংখ্য প্রশ্নের উত্তর।

২. সৃজনশীল প্রশ্নের পাশাপাশি এই শীটগুলোতে আপনি কয়েক হাজার MCQ প্রশ্ন পাবেন। সকল প্রশ্নই পাবেন উত্তরসহ।

৩. আমাদের এ শীটগুলো আপনি সম্পূর্ণ Word ফাইলে পাবেন। যা আপনি Edit করে নিজের কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানের নামে ব্যবহার করতে পারবেন।

৪. প্রতিটি শীট অত্যন্ত সাজানো-গোছানো ভাবে তৈরি করা হয়েছে। ফলে নতুন করে আপনাকে সময় নষ্ট করতে হবে না। আপনি কিনেই এগুলো ব্যবহার করতে পারবেন।

৫. আপনি যদি কোর্সটিকা থেকে শীটগুলো একবার কেনেন, তাহলে আমরা যখনই শীটগুলোতে নতুন কোন Update আনবো, আপনার ইমেইলে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

বোনাস: এসএসসি ২০২২ নতুন মানবণ্টন অনুযায়ী এক্সক্লুসিভ মডেল টেস্ট (উত্তরসহ)

কোন কোন ক্লাসের শীট রয়েছে?

  • প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়
  • এসএসসি বিজ্ঞান, মানবিক ও ব‌্যবসায় শিক্ষা শাখা
  • এইচএসসি বিজ্ঞান, মানবিক ও ব‌্যবসায় শিক্ষা শাখা
  • বাংলা ব্যকরণ ও নির্মিতি অংশ
  • ইংরেজি গ্রামার ও রাইটিং পার্ট
  • সকল শ্রেণির ইংরেজি মডেল টেস্ট ও উত্তর
  • সকল শ্রেণির গণিত সমাধান
  • পরীক্ষা নেওয়ার জন্য রেডি প্রশ্নপত্র

লেকচার শীটে কি কি আছে?

১. কোচিং ক্লাসে লেকচার দেওয়ার জন্য প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা।
২. প্রতিটি বিষয়ের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর।
৩. প্রতিটি বিষয়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর।
৪. প্রতিটি অধ্যায় থেকে বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন ও উত্তর
৫. প্রতিটি অধ্যায় থেকে পরীক্ষা উপযোগী একাধিক সৃজনশীল প্রশ্ন ও উত্তর।
৬. অতিরিক্ত আরো একাধিক সৃজনশীল প্রশ্ন দিয়ে তৈরি প্রশ্নব্যাংক।
৭. কৃষিশিক্ষা এবং অন্যান্য তাত্ত্বিক বিষয়ের চিত্রসহ ব্যবহারিক প্রশ্ন ও উত্তর।

শীটগুলো কাদের জন্য দরকারী?

১. কোচিং শিক্ষক
২. কোচিং পরিচালক
৩. প্রাইভেট টিউটর
৪. কিন্ডারগার্টেন পরিচালক

আমাদের এই Word ফাইলের শীটগুলো উপরে উল্লেখ ব্যক্তিদের জন্য অতীব জরুরী। কেননা এগুলো এমনভাবে করা হয়েছে, যেন আপনি খুব সহজেই এডিট করে নিজের প্রতিষ্ঠানের নামে চালাতে পারেন।


DOWNLOAD NOW

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।