Online Admission





          অনলাইনে ভর্তি হতে চাইলে নিচের BCC&TI Online Admission Form লিখা অপশনটিতে ক্লিক করুনঃ


⏩BCC&TI Online Admission Form⏩


ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী:

১. ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ভর্তি পরীক্ষার ফি বাবদ ৩৫০ (তিনশত পঞ্চাশ ) টাকা রকেট/বিক্যাশ একাউন্টের মাধ্যমে +৮৮০১৯৬৯৬৯৬৯১১ নম্বরে জমা দিতে হবে। বিসিসি ট্রেনিং ইন্সটিটিউট এর ওয়েব সাইট- WWW.BCC&TI.EDU.BD এর Online Admission এ click করে application form open করে যথাযথভাবে পূরণ করতে হবে । 
২.একজন প্রার্থী যেসব বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক তাহা পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে হবে ।
৩. আবেদনের সময় পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি দিতে হবে।
৪. ফি পরিশোধের Money Receipt Number/Trax ID No লিখে তারপর Submit Button এ Click করতে হবে।
৫. বাধ্যতামূলক ফিল্ডগুলো (*) অবশ্যই পূরন করতে হবে ।
৬. সকল তথ্য সঠিক হওয়া সত্ত্বেও আবেদন করতে অক্ষম হলে হেল্প লাইন এর প্রর্দশিত ই-মেইল/হেল্প লাইনে যোগাযোগ করতে পারবেন।
৭. আবেদনকারীকে অবশ্যই Trax Number টা নোট করে রাখতে হবে, কারণ এই Trax Number টা পরবর্তীতে From এ ব্যাবহার করতে হবে।
৮. ছবির সর্বোচ্চ সাইজ ১৫০kb এবং সর্বোচ্চ প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৩০০*৩০০ হতে হবে এবং স্বাক্ষর এর
সর্বোচ্চ সাইজ ১৫০kb এবং সর্বোচ্চ প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৩০০*৮০ হতে হবে

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।