শিক্ষার
প্রকৃত উদ্দেশ্য কী? এর উত্তর অধিকাংশ মানুষের কাছেই ধোঁয়াশাপূর্ণ। কারণ
আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থা আমাদেরকে ভাবতে শিখিয়েছে শিক্ষার উদ্দেশ্য
হল কিছু সার্টিফিকেট দেয়া এবং সবশেষে জীবিকার জন্য চাকুরির ব্যবস্থা করা।
কিন্তু আমরা একদম নির্দ্বিধায় এই ভাবনাকে খারিজ করে দিই। আমরা ভাবি,
শিক্ষার লক্ষ্য মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা, তার চিন্তাশক্তিকে
শাণিত করা এবং তাকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও দায়িত্ববান মানুষ হিসেবে
গড়ে তোলা। এগুলো কি শুধুই কথার কথা? এমনটা মনে হওয়াকেই দূষণীয় বলিনা
এজন্য যে জাতিগতভাবেই কাজের চেয়ে অনেক বেশি কথা বলাটা আমাদের অভ্যেস। কথা
আমরা অবশ্যই বলবো, কিন্তু সেটা কাজে পরিণত হবার পর। শিক্ষাব্যবস্থা
পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই, থাকলে করতাম অবশ্যই; কিন্তু এর
অসঙ্গতিগুলোকে অস্বীকার করবার অঙ্গীকার আমাদের সবসময়কার। সেই অঙ্গীকার
বাস্তবায়নে সারথি চাই। সমমত ও পথের সারথি সন্ধানেই আমাদের নিরন্তর পথ চলা।
আধুনিক শিক্ষা ব্যবস্থায় এবং তুমুল প্রতিযোগিতামূলক শিক্ষায়, সহায়ক অবশ্যই প্রয়োজন। আর সেই সহায়ক হিসেবে আমরা শুরু করেছি ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট। আপনাদের দোয়ায় এবং সহযোগীতায় আমাদের শিক্ষার্থী সংখ্যা ৬০+। বর্তমানে আমাদের কোচিং এ ৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। যথাঃ
১। ভেদরগঞ্জ সরকারি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
২। নারায়নপুর উচ্চ বিদ্যালয়।
৩। সাজনপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়।
৪। সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
৫। প্রতিভা মডেল সাইন্স প্রিপারেটরি স্কুল।
৬। প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল।
৭। ১৬নং গৈড্যা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮। ২০নং পূর্ব গৈড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সমাপনী,জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের আমরা দিচ্ছি স্পেশাল কেয়ার। এছারাও কম্পিউটারের সকল প্রশিক্ষন সহ চাকুরির প্রস্তুতিমূলক কোচিং করে থাকি।
ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট সর্বদা আপনাদের সেবায় ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় অঙ্গীকারবদ্ধ।
একটা অংক স্যার করে দিলেন, একজন
শিক্ষার্থী দশ-পনেরো বার অন্ধচর্চা করে সেটা পরীক্ষায় লিখে নম্বর পেল, ভাল
ফলাফল করল; এতে ঐ শিক্ষার্থীটির আদৌ কি কোন কৃতিত্ব আছে? আমরা চাই
শিক্ষার্থী নিজে চেষ্টা করুক। চেষ্টা করতেও অনীহা কাজ করে অনেকের মধ্যে।
আমরা মনে করি চেষ্টার আগ্রহ তৈরি ও প্রচেষ্টার প্রয়াসগুলোকে আকর্ষণীয়
করবার মাঝেই একটি সিস্টেম বা ব্যবস্থার সার্থকতা। সেই কাঙ্ক্ষিত
ব্যবস্থাপত্রটিই আমাদের চূড়ান্ত গন্তব্য। তাহলে, আমরা কারা? আমরা কিছু
স্বপ্নবাজ মানুষ যারা প্রতিনিয়ত স্বপ্ন বুনি, মানুষকে জড়পদার্থ নয়
চিন্তামনস্ক হিসেবে দেখতে চাই। চিন্তার জন্য চাই প্লাটফর্ম, যেখান থেকে
বিচ্ছুরিত হবে আলো। আমরা এক আলোদায়ী প্লাটফরম, একলাইনে এটাই আমাদের
পরিচয়। তবে মানুষ আরও সুস্পষ্ট ও নির্দিষ্ট পরিচয় চায়। তাই ছোট্ট একটা
শব্দের আড়ালে ধারণ করেছি নিজেদের। সেই শব্দ-স্বপ্ন কিংবা প্লাটফর্ম,
সবকিছুর সম্মিলনেই বিসিসি ট্রেনিং ইন্সটিটিউট।
১। ভেদরগঞ্জ সরকারি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
২। নারায়নপুর উচ্চ বিদ্যালয়।
৩। সাজনপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়।
৪। সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
৫। প্রতিভা মডেল সাইন্স প্রিপারেটরি স্কুল।
৬। প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল।
৭। ১৬নং গৈড্যা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮। ২০নং পূর্ব গৈড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সমাপনী,জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের আমরা দিচ্ছি স্পেশাল কেয়ার। এছারাও কম্পিউটারের সকল প্রশিক্ষন সহ চাকুরির প্রস্তুতিমূলক কোচিং করে থাকি।
ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট সর্বদা আপনাদের সেবায় ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় অঙ্গীকারবদ্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।