Academic Calendar


প্রতিষ্ঠানিক শিক্ষাঃ 
প্রতি বছর জানুয়ারী হতে ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানিক শিক্ষা প্রদান করা হয়। বছরের যেকোন সময় ভর্তি হওয়া যাবে।

সেন্টার খোলা-বন্ধের সময়সূচি

শুক্রবার ছাড়া সপ্তাহের সবদিন সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে। তবে পরীক্ষার সময় শুক্রবারও  খোলা থাকে।

কোর্স ফি (মাসিক)

  • ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত 3০০/=
  • ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত 4০০/=
  • ৯ম থেকে দশম শ্রেণী পর্যন্ত 5০০/=
  •  11শ থেকে 12শ শ্রেণী পর্যন্ত 6০০/=
তবে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের অভিভাবকের সামর্থ অনুযায়ী ফি গ্রহণ করা হয়।

শিক্ষাদানের সময়সূচি

দুটি শিফটে ক্লাস নিচ্ছে সাকসেস কোচিং সেন্টার- মর্নিং শিফট ও ইভিনিং শিফট।

মর্নিং শিফট

  • সকাল 6 টা থেকে সকাল 8 টা
  • সকাল 8 টা থেকে বেলা 9 টা

ইভিনিং শিফট:

  • বিকাল 4 টা থেকে বিকাল ৫ টা
  • বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা
  • সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা

প্রতিষ্ঠানটির ক্লাস পরিচালনার বৈশিষ্ট্য

  • অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
  • প্রতি ব্যাচের জন্য সপ্তাহে ৫ দিন ক্লাশের ব্যবস্থা রয়েছে।
  • প্রতিদিন স্কুলের পড়া তৈরি করে দেয়া হয়।
  • শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলের সিলেবাসের উপর ভিত্তি করে সৃজনশীল পদ্ধতিতে ক্লাস নেয়া হয়।
  • শিক্ষার্থীরা প্রতি শনিবার মডেল টেস্টে অংশ নেয়।
  • সকল পরীক্ষার খাতা সম্মানিত অভিভাবকের মূল্যায়নের জন্য প্রেরন করা হয়। এছাড়া মেধা তালিকা ঘোষণা ও মেধা স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
  • সকল বিষয়ের উপর কম্পিউটারাইজড নোট প্রদান করা হয়।
  • শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে।
  • দুর্বল ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়।
  • ৫ম,৮ম ও এস এস সি, এইচ এস সি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য স্পেশাল মডেল টেস্টের ব্যবস্থা নেয়া হয়।
  • সুন্দর হস্তাক্ষরের জন্য প্রশিক্ষণ দেয়া হয়।
  • মেধা ভিত্তিতে ব্যাচ গঠন করা হয়।

 কারিগরী প্রশিক্ষণঃ

প্রতি সনে সর্বমোট চারটি সেসনের সার্টিফিকেট-ইন-কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন এন্ড সফটওয়্যার কোর্সের রেজিষ্ট্রেশন সহ প্রশিক্ষণ গ্রহন করার সুযোগ চলছে।
***বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন ও ছয় মাস মেয়াদী কম্পিউটার সার্টিফিকেট কোর্স***
***বাংলাদেশ ডাক বিভাগের অধীনে ছয় মাস মেয়াদি সার্টিফিকেট-ইন-কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন এন্ড সফটওয়্যার কোর্স***

এই কোর্সের বৈশিষ্টসমূহঃ
-সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন।
-উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে PC’র ব্যবহার করতে হয়।
-মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরের কাজ করতে হয়।
-মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে স্প্রেডশীট কাজ করতে হয়।
-মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ব্যবহার করে প্রেসেন্টেশন দিতে হয়।
-মাইক্রোসফট অফিস এক্সেস ব্যবহার করে Create, Maintain, & Manipulate ডাটাবেজ।
-ডিজাইন, ডেভেলপ ও আপডেট ডাটাবেজ।
-ইমেইল, ইন্টারনেট ব্যাবহার কৌশল জানা যাবে।
;
কল করুন রেজিস্ট্রেশনের জন্য।
রেজিস্ট্রেশন ফিঃ
১। কোর্স সহ- ৩৫০০টাকা
২। শুধু পরিক্ষা-২০০০টাকা
আরো জানতে কল করুনঃ 01533888647

বি দ্রঃ রেজিষ্ট্রেশন করতে এক কপি SSC/Dakhil/JSC সার্টিফিকেটের কপি আনতে হবে। ঘরে বসে আবেদন করতে ক্লিক করুনঃ  অনলাইন আবেদন

ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী:


১. ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ভর্তি পরীক্ষার ফি বাবদ ৩৫০ (তিনশত পঞ্চাশ ) টাকা রকেট/বিক্যাশ একাউন্টের মাধ্যমে +৮৮০১৯৬৯৬৯৬৯১১ নম্বরে জমা দিতে হবে। বিসিসি ট্রেনিং ইন্সটিটিউট এর ওয়েব সাইট- WWW.BCC&TI.EDU.BD এর Online Admission এ click করে application form open করে যথাযথভাবে পূরণ করতে হবে । 
২.একজন প্রার্থী যেসব বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক তাহা পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে হবে ।
৩. আবেদনের সময় পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি দিতে হবে।
৪. ফি পরিশোধের Money Receipt Number/Trax ID No লিখে তারপর Submit Button এ Click করতে হবে।
৫. বাধ্যতামূলক ফিল্ডগুলো (*) অবশ্যই পূরন করতে হবে ।
৬. সকল তথ্য সঠিক হওয়া সত্ত্বেও আবেদন করতে অক্ষম হলে হেল্প লাইন এর প্রর্দশিত ই-মেইল/হেল্প লাইনে যোগাযোগ করতে পারবেন।
৭. আবেদনকারীকে অবশ্যই Trax Number টা নোট করে রাখতে হবে, কারণ এই Trax Number টা পরবর্তীতে From এ ব্যাবহার করতে হবে।
৮. ছবির সর্বোচ্চ সাইজ ১৫০kb এবং সর্বোচ্চ প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৩০০*৩০০ হতে হবে এবং স্বাক্ষর এর
সর্বোচ্চ সাইজ ১৫০kb এবং সর্বোচ্চ উচ্চতা, প্রস্থ যথাক্রমে ৩০০*৮০ হতে হবে

###আমাদের করপোরেট অফিসের ঠিকানাঃ
ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট
3নং ওয়ার্ড (ভেদরগঞ্জ পৌরসভা),
ভেদরগঞ্জ- 8030, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
মোবাইল- 01533 888647
ই-মেইল: bcctraininginstitute@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।