গতবছর এসএসসি পরীক্ষায় গণিত না থাকলেও এবছর গণিত রয়েছে। তাই এসএসসি পরীক্ষার জন্য গণিতের ওপর প্রস্তুতি জোরদার করা দরকার। আজ আমরা কোর্সটিকায় তোমাদের জন্য ssc math suggestion 2022 pdf শেয়ার করবো। ফলে এই এক্সক্লুসিভ সাজেশনটির মাধ্য তোমরা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
এসএসসি ২০২২ পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস থেকে বহুল গুরুত্বপূর্ণ অনুশীলনীগুলো নিচে তুলে ধরা হল। এখানে আমরা বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতি সবগুলো ক্যাটাগরি পৃথকভাবে উপস্থাপন করেছি। এসব অধ্যায় থেকে কোন কোন অনুশীলনী পড়তে হবে, তাও উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়: সেট ও ফাংশন
অনুশীলনী ২.১ : ১, ৬, ৭, ১০, ১১, (উদাহরণ ১৫)
অনুশীলনী ২.২ : ১০, ১১, ১৩, ১৫, ১৮, ২১, ২৩।
তৃতীয় অধ্যায়: বীজগাণিতিক রাশি
অনুশীলনী ৩.১ : ৮, ৯, ১০, ১৫, (উদাহরণ ৭, ১০)
অনুশীলনী ৩.২ : ৪, ৭, ১৩, ১৫, ১৬, (উদাহরণ ১৬, ১৭)
অনুশীলনী ৩.৩ : ৫, ৬, ১৮, ২১, ২৫।
অনুশীলনী ৩.৫ : ১৪, ১৭, ২৩, ৩২, (উদাহরণ ৪২)
চতুর্থ অধ্যায়: সূচক ও লগারিদম
অনুশীলনী ৪.১ : ৪, ৬, ৮, ১৫, ১৬, ১৮, (উদাহরণ ৪)
অনুশীলনী ৪.২ : ১, ৪, উদাহরণ ৬, ১০।
সপ্তম অধ্যায়: ব্যবহারিক জ্যামিতি
অনুশীলনী ৭.১ : ৬।
অনুশীলনী ৭.২ : ১৫, ১৬।
সম্পাদ্য ১, ২, ৩, ৫, ৭, ৯, ১১ (উদাহরণ ২, ৩)
অষ্টম অধ্যায়: বৃত্ত
অনুশীলনী ৮.১ : ৩, ৪, ৬, ৮, ১২।
অনুশীলনী ৮.২ : ৩, ৪, ৫।
অনুশীলনী ৮.৫ : ১১, ১৩, ১৫, ১৬।
উপপাদ্য ১৫ (১৩১ পৃষ্ঠার উদাহরণ ১), ১৭, ১৮, ২২, ২৩।
নবম অধ্যায়: ত্রিকোণোমিতিক অনুপাত
অনুশীলনী ৯.১ : ৫, ১১, ১৭, ২১, (উদাহরণ ১০, ১১)
অনুশীলনী ৯.২ : ২০, ২৪, ২৬, ২৯, (উদাহরণ ১৪)
ত্রয়োদশ অধ্যায়: সসীম ধারা
অনুশীলনী ১৩.১ : ৮, ১৫, ১৬, ২১, ২৩ (উদাহরণ ৩, ৫)
অনুশীলনী ১৩.২ : ৮, ৯, ১১, ১৫, ২৩।
ষোড়শ অধ্যায়: পরিমিতি
অনুশীলনী ১৬.১ : ৫, ৬।
অনুশীলনী ১৬.২ : ৩, ৫, ১০, ১৩, (উদাহরণ ১৬)
অনুশীলনী ১৬.৩ : ২, ৫, ৬, (উদাহরণ ২৭)
অনুশীলনী ১৬.৪ : ১১, ১৯, (উদাহরণ ৩২)
সপ্তদশ অধ্যায়: পরিসংখ্যান
অনুশীলনী ১৭ : ১০, ১২, ১৪, ১৫ (উদাহরণ ৪, ৬, ৭)
প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবে?
কোর্সটিকায় আমরা এসএসসি গণিতের প্রতিটি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর শেয়ার করেছি। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে প্রতিটি অধ্যায় পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। এর জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।