সোমবার, ৬ জুন, ২০২২

(Sheet) Narration Rules Bangla PDF – Passage Narration Rules Bangla


আজ কোর্সটিকায় আমরা Narration কে সহজ করে তোলার সহজ কিছু নিয়ম শিখবো। এই নিয়মগুলো অনুসরণ করলে Narration থেকে উত্তর লেখা তোমার জন্য অনেকাংশেই সহজ হয়ে যাবে।

জেএসসি থেকে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য narration rules in bangla pdf খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ইংরেজী ব্যকরণের শক্ত এই টপিকটি থেকে শিক্ষার্থীরা শত হাত দূরে থাকতে চায়। অথচ সহজ কিছু নিয়ম অনুসরণ করলেই কঠিন Narration পানির মতো সহজ হয়ে যায়।

আজ কোর্সটিকায় আমরা Narration কে সহজ করে তোলার সহজ কিছু নিয়ম শিখবো। এই নিয়মগুলো অনুসরণ করলে Narration থেকে উত্তর লেখা তোমার জন্য অনেকাংশেই সহজ হয়ে যাবে। পাশাপাশি মন থেকেও Narration এর সকল ভয় চিরকালের জন্য চলে যাবে।

Narration এর এই শীটটি জেএসসি, এসএসসি এবং এইচএসসি সকল শ্রেণির শিক্ষার্থীরাই অনুসরণ করতে পারো। সবার শেষে দেয়া ডাউনলোড লিংক থেকে PDF ফাইল ডাউনলোড করে পরবর্তী সময়ে অধ্যয়নের জন্য তোমার মোবাইল বা কম্পিউটারে প্রশ্নগুলো সংরক্ষণ করে রাখতে পারো।


narration rules in bangla pdf

Narration কি? – Narration কি বা কীভাবে Narrationপরিবর্তন করতে হবে তা আমরা উদাহরণের মাধ্যমে শিখব।

  • উদাহরণ ১ : Riya says, “Tiya is a very good girl”.
  • উদাহরণ ২ : Riya says that Tiya is a very good girl.

এখানে উদাহরণ ১ হল Direct Narration যেখানে বক্তার কথাটি হুবহু তুলে ধরা হয়েছে। অপর দিকে উদাহরণ ২ হল Indirect Narration যেখানে বাক্যটি পরিবর্তন করে নিজের ভাষায় লেখা হয়েছে।

Narration Change করার নিয়মাবলী:

আমরা আগে জেনেছি Narration দুই প্রকারের Direct Narration ও Indirect Narration. এখানে আমরা Direct Narration বা Direct Speech থেকে Indirect Narration বা Indirect Speech এ কিভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়ম গুলি উদাহরণ সহ বিশদে আলোচনা করব। আর এ জন্য সবার প্রথমে জানতে হবে Direct Narration বা Direct Speech এর অংশগুলি। Direct Speech এর দুটি অংশ:

১) Reporting speech
২) Reported speech

Reporting speech এর verb টি হল Reporting verb আর Reported speech এর verb টি হল Reported verb।
যেমন: Rekha says, “She has two pens.”

এখানে “says” হল Reporting verb এবং “has” হল Reported verb।

Narration change এর সাধারণ নিয়ম:

  • Direct Narration বা Direct Speech থেকে Indirect Narration বা Indirect Speech পরিবর্তন করার সময় direct speech এ যে কমা ও ইনভার্টেড কমা থাকে সেটি উঠে যায়
  • Direct speech ও Indirect speech এই মধ্যে একটি conjunction বসাতে হয়
  • Reported speech এর কর্তা যদি Pronoun হয় তাহলে Narration change এর সময় Pronoun টি Reporting speech এর কর্তা অনুসারে পরিবর্তিত হবে।

Assertive Sentence:

১) Reporting verb যদি Present tense এ থাকে তাহলে Narration change এর পর Reported verb এর কোন পরিবর্তন হবে না।

  • Direct: Madhu says, “She reads books in the morning.”
  • Indirect: Madhu says that she reads books in the morning.

২) Reporting verb টি যদি Past tense এ থাকে তাহলে Narration পরিবর্তনের সময় Reported verb কিভাবে পরিবর্তিত হবে তা নীচে টেবিলে দেওয়া হল।

Reported verb : Reported verb এর পরিবর্তন
Universal truth বা habit ► কোন পরিবর্তন হবে না
Present indefinite ►Past indefinite
Present continuous ► Past continuous
Present Perfect ► Past perfect
Past Indefinite ► Past indefinite
Past continuous ► Past perfect continuous
Past Perfect ► Past perfect
Shall (Future tense) ► Should
Will (Future tense) ► Would

  • Direct: Kalpana said, “She goes to school regularly”.
  • Indirect: Kalpana said that she went to school regularly.

৩) Reporting verb টি যদি Future tense হয় তাহলে Narration change এর সময় Reported verb এর কোন পরিবর্তন হবে না।

  • Direct: Gita will say, “She loves to play cricket”.
  • Indirect: Gita will say that she loves to play cricket.

Interrogative Sentence:

Wh বা How ছাড়া অন্যান্য Interrogative sentence এর ক্ষেত্রে:
১) এই ধরনের Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্যে Direct speech থেকে Indirect speech এ পরিবর্তন করার সময় প্রথমে Interrogative sentence টিকে Assertive sentence এ পরিণত করতে হবে।
২) Reporting verb টি পরিবর্তিত হয়ে Indirect sentence এ ask, enquire of বা want to know ব্যবহার করতে হবে।
৩) Introductory conjunction এর পরিবর্তে if অথবা whether ব্যবহার করতে হবে।
৪) Indirect narration এ sentence এর শেষে Full stop (.) বসাতে হবে।

  • Direct: Kabita said to Binoy, “Do you know Sabita?”
  • Indirect: Kabita asked Binoy whether he knew Sabita.
Wh এবং How দিয়ে শুরু Interrogative sentence এর Narration পরিবর্তন এর নিয়ম:

১) এই ধরনের Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্যে Direct speech থেকে Indirect speech এ পরিবর্তন করার সময় প্রথমে Interrogative sentence টিকে Assertive sentence এ পরিণত করতে হবে।
২) Reporting verb টি পরিবর্তিত হয়ে Indirect sentence এ ask, enquire of বা want to know ব্যবহার করতে হবে।
৩) Introductory conjunction এর পরিবর্তে Wh word অথবা How ব্যবহার করতে হবে।
৪) Indirect narration এ sentence এর শেষে Full stop (.) বসাতে হবে।

  • Direct: Manalo said to his brother, ”Why are you laughing?”
  • Indirect: Manalo asked his brother why he was laughing.
  • Direct : Manalo said to his brother, ” How many pens you have?”
  • Indirect: Manalo asked his brother how many pens he had.

Imperative Sentence:

১) Direct Narration এর Reporting verb টির অর্থ অনুযায়ী Indirect narration এ পরিবর্তন করতে হবে যেমন আদেশ বোঝালে order, অনুরোধ বোঝালে request প্রভৃতি।

  • Direct: The teacher said to students, “Don’t tell lie.”
  • Indirect: The teacher forbade students to tell lie.

Optative Sentence:

১) যেহেতু এই ধরনের বাক্যে প্রার্থনা, ইচ্ছা ইত্যাদি বোঝায় Indirect narration এ Reporting verb টি pray, wish, bless প্রভৃতি verb বসে ।
২) Introductory conjunction হিসাবে ক্ষেত্র বিশেষে that বসানো যেতে পারে।

  • Direct: He said, ”May God bless you.”
  • Indirect: He prayed that God might bless him.

Exclamatory Sentence:

১) Exclamatory sentence এ আবেগ, আনন্দ, বিস্ময় প্রভৃতি অনুভূতির প্রকাশ পায়, তাই এই ধরনের sentence এর Narration change করার সময় Indirect Narration এ রিপোর্টিং verb টির পরিবর্তে sentence অর্থ অনুযায়ী exclaim with joy, exclaim with sorrow প্রভৃতি বসাতে হয়।

Direct: Madhuri said, “How full I am!”
Indirect: Madhuri reproached herself for being such a big full.

DOWNLOAD NARRATION SHEET


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।