শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

কোভিড-১৯ অনুচ্ছেদ PDF Download

COVID-19 একটি সংক্রামক রোগ যা করোনাভাইরাসের নতুন উপাদান দ্বারা সৃষ্ট। Corona থেকে CO, Virus থেকে VI এবং disease থেকে D নিয়ে এই রোগের নামকরণ করা হয়েছে। নোভেল করোনাভাইরাস রোগটি ২০১৯ সালের রোগ হিসাবে উল্লেখ করা হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে। ভাইরাসটি প্রাথমিকভাবে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হয়।

যখন কোন সংক্রামিত ব্যক্তি কাশি, হাঁচি বা শ্বাস ছাড়েন তখন ফোঁটা বের হয় এবং অন্য ব্যক্তির নাকের উত্তর মুখের মধ্যে নেমে যেতে পারে এবং বাস নেয়ার মাধ্যমে ফুসফুসে প্রবেশ করতে পারে। কোনও সংক্রামিত ব্যক্তি অসুস্থতার লক্ষণ ছাড়াও ভাইরাসটি দ্বারা সংক্রমিত হতে পারে। যখন কোনও ব্যক্তি কোনও সংক্রামিত পৃষ্ঠকে স্পর্শ করে এবং তারপরে মুখ, নাক বা চোখের ছোঁয়ায় সে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।

সংক্রমণের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাস প্রশ্বাসের লক্ষণ, জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্ট, বারবার কাঁপুনি, পেশী ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা এবং স্বাদ বা গন্ধ অনুভূতি হ্রাস। করোনাভাইরাস দ্বারা সংক্রামিত বেশিরভাগ লোক শ্বাসকষ্টের মতো সমস্যায় ভোগেন এবং বিশেষ চিকিত্সার প্রয়োজন ছাড়াই সুস্থ হয়ে ওঠেন। উচ্চ রক্তচাপ, হার্ট বা ফুসফুসের রোগ, ক্যান্সার বা ডায়াবেটিস সহ প্রবীণরা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে বেশি দেখা যায়। COVID-19 মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মহামারীটি ঢেউয়ের মতো চলছে। COVID-19-এ সারা বিশ্বের কয়েক মিলিয়ন মানুষ মারা যায়।

রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, নাগরিকদের পৃথক রাখা, বিশাল সমাবেশ বাতিল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে এবং জনগণকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনের মাধ্যমে দেশগুলি এই রোগের বিস্তারকে কমিয়ে আনার জন্য দৌড়ঝাঁপ করছে। COVID-19 ইতিমধ্যে বিশ্বজুড়ে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কট তৈরি করেছে। যেহেতু এখনও কোনও ভ্যাকসিন নেই, তাই সর্বজনীন স্থানে মুখোশ পরা, কমপক্ষে দুই মিটার শারীরিক দূরত্ব বজায় রাখা, বাড়িতে থাকা, ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো, ২০ সেকেন্ড পর্যন্ত হাত ধোয়া, জনসমাগম এড়ানো এবং দূরে থাকার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ডাউনলোড

কোভিড-১৯ টপিকের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. Dialogue Between Two Friends About COVID-19
২. COVID-19 Paragraph (অর্থসহ)
৩. Email to Your COVID-19 Affected Friend
৪. করোনাভাইরাস MCQ প্রশ্ন Download
৫. করোনাভাইরাস রচনা PDF ডাউনলোড করো

উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে অনুচ্ছেদটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।