এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন অনুচ্ছেদ লিখন
1 নং প্রশ্ন অনুচ্ছেদ লিখন দুইটি বিষয়ে দেয়া থাকবে যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে পূর্ণমান 10
- নিরাপদ সড়ক,
- ফেসবুক ও অপসংস্কৃতি,
- জাতীয় পতাকা,
- ইন্টারনেট, শিশুশ্রম,
- শিক্ষা ও মনুষ্যত্ব,
- একুশে বইমেলা,
- বৈশাখী মেলা,
- পরীক্ষার পূর্ব রাত্রি,
- বই পড়ার আনন্দ,
- তথ্যপ্রযুক্তি,
- বিশ্বায়ন,
- পরিবেশ দূষণ,
- স্বপ্ন ডানা
- নিরাপদ সড়ক চাই,
- খাদ্যে ভেজাল,
- সত্যবাদিতা।
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২০ পত্র লিখন
2 নং প্রশ্ন পত্র লিখন, পূর্ণমান 10, দুইটি বিষয় দেয়া থাকবে যে কোন একটি বিষয়ে পত্র লিখতে হবে।
- মনে কর তোমার নাম আরিফ তোমার বন্ধুর নাম অমিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।
- প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখ।
- রুখতে হবে জঙ্গিবাদ এই শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।
- স্কুলের ছাত্রাবাস সমস্যা ও তার সমাধান কল্পে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই মর্মে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন রচনা কর।
- বই পড়ার আনন্দ সম্পর্কে বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।
- একজন শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে একটি মানপত্র রচনা কর।
- তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
- ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।
- মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।
- তোমার এলাকায় বন্যা পীড়িত জনগণের জন্য সাহায্য প্রার্থনা করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি রচনা কর।
- মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার নিকট একটি পত্র লেখ।
- নিরাপদ সড়ক চাই এই শিরোনামে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা কর।
- গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর সুদীপ্তকে একটি পত্র লেখ।
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২০ সারাংশ/সারমর্ম
3 নং প্রশ্ন সারাংশ সারমর্ম লিখন পূর্ণমান 10। পরীক্ষায় দুটি সারাংশ বা সারমর্ম থাকবে যে কোন একটির উত্তর দিতে হবে।
সারাংশের ক্ষেত্রে যে কোন বই থেকে কোন রচনার অংশবিশেষ দেয়া থাকে সেটা সংক্ষেপে লিখতে হয়।
সারমর্মের ক্ষেত্রে কোন কবিতার লাইন তুলে দেয়া থাকে সেটা সংক্ষেপে মূলভাব লিখতে হয়।
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২০ ভাব-সম্প্রসারণ লিখন
4 নং প্রশ্ন ভাব-সম্প্রসারণ লিখন পূর্ণমান 10। ২ টি বিষয় দেয়া থাকে যে কোন একটি বিষয়ে ভাব-সম্প্রসারণ লিখতে হয়।
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
- যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।
- প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।
- সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা।
- স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
- পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
- আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
- মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়।
- শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।
- বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
- তার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।
- যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না।
- বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।
- কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহই নাই।
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২০ প্রতিবেদন রচনা
5 নং প্রশ্ন প্রতিবেদন রচনা। মান 10, দুইটি বিষয়দেওয়া থাকে যে কোন একটি বিষয়ে প্রতিবেদন লিখতে হয়।
- ভেজাল মেশানো ও এর প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
- মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের একটি অন্যতম প্রধান কারণ এ বিষয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।
- মনে করো তুমি শিশির। নিরাপদ সড়ক চাই’ শিরোনামে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।
- তোমার কলেজে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের বিবরণ তুলে ধরে অধ্যক্ষ বরাবর একটি প্রতিবেদন রচনা কর।
- তোমার স্কুলের বিজ্ঞানাগার সম্পর্কে বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি কর।
- এটেল আস প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি কর।
- পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
- দুলারী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
- কলেজে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা কর।
- দশম শ্রেণীর এক দিনের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়ে গেল এর ওপর একটি ভ্রমণ প্রতিবেদন দাখিল কর।
- স্কুলের ছাত্রাবাস সমস্যা ও তার সমাধান কল্পে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই মর্মে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন রচনা কর। https://suggestionquestion.com
- শিশুশ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে পত্রিকায় প্রকাশের একটি প্রতিবেদন রচনা কর।
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ২০২০ রচনা লিখন
6 নং প্রশ্ন, রচনা লিখন। আজ টি বিষয়ে দেয়া থাকবে যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। মোট নম্বর ২০। বাংলা দ্বিতীয় পত্রের পাল নির্ভর করে রচনা লিখার উপর তুমি যত সুন্দর ভাবে রচনা লিখতে পারবে তোমার সফলতার সম্ভাবনা ততই বেড়ে যাবে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিচ্ছি এগুলো চর্চা করলেই আশা করা যায় পরীক্ষার হলে কমন পাবে।
- শহীদ দিবস ও একুশের চেতনা,
- মানব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি,
- কর্মমুখী শিক্ষা,
- মাদকাশক্তি ও তার প্রতিকার,
- বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ,
- স্বদেশ প্রেম, প্রযুক্তি ও বাংলাদেশ,
- সমস্যা ও তার প্রতিকার,
- চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান,
- বৃক্ষ রোপন ও বনায়ন,
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
- চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান,
- দৈনন্দিন জীবনে বিজ্ঞান,
- অধ্যবসায়,
- সততা ও সত্যবাদিতা,
- মূল্যবোধ ও তথ্যপ্রযুক্তি,
- বাংলাদেশের ষড়ঋতু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।