শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

এইচএসসি নবদূত টেস্টপেপার ২০২০ ডাউনলোড

 

এইচএসসি নবদূত টেস্টপেপার ২০২০ ডাউনলোড

আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা । অনেকের ভাল প্রস্তুতি আবার অনেকে এখন ঠিক করে বইয়ের নাম জানে না এমন ছাত্রও হয়ত খুজে পাওয়া যাবে ।আবার কেউ হয়ত শর্টকাট নিয়মের মাধ্যমে নিজের দূর্বলতা ঢাকার চেষ্ঠা করছে । যে যাই করুক ঠিক সময়েই পরীক্ষা শুরু হবে । পরীক্ষার ভাল প্রস্তুতির জন্য বোর্ড বইয়ের পাশাপাশি আরো অন্যান্য বইয়ের প্রয়োজন রয়েছে । কারন বোর্ড বইয়ে সব কিছু থাকলেও খুজে খুজে পড়া কষ্টকর।

এইচএসসি বা এসএসসি দুইটা পরীক্ষাতেই প্রস্তুতি নেওয়রি ক্ষেত্রে টেস্টপেপারগুলো বিশেষ সাহায্য করে খাকে । টেস্টপেপারের মাধ্যমে শিক্ষার্থী সহজেই বিগত বছরের প্রশ্ন ও পরীক্ষায় কিভাবে উত্তর ‍দিতে হবে মোটকথা পরীক্ষা বিষয়ে একটা ভাল ধারনা নিতে পারে । সে তার যোগ্যতাটাকে বুঝতে পারে ।


সবার হয়ত সব বই কিনে পড়া সম্ভব হয়না । তাই অনেকে অনলাইনে পিডিএফ এর উপর ভরসা করেন । কিন্তু অনেকেই  ইন্টারনেটে  একটা বই পাওয়া যাবে জানা সত্ত্বেও খোজে বের করতে পারে না । আবার হয়ত অনেকেই জানে না যে ইন্টারনেটে এইচএসসি টেস্টপেপার পাওয়া যায় ।

আমরা চেষ্টা করেছি সব বিষয়ের টেষ্টপেপার জোগার করেতে । সকল বিষয় পাওয়া যায় নি ।যে সকল বিষয় পাওয়া গিয়েছে তা নিচে দেয়া হল ।

এইচএসসি টেস্টপেপার ডাউনলোড

                     এইচএসসি ইংরেজী টেস্ট পেপার ডাউনলোড করতে নিচে ক্লিক করুন ।                                                     HSC ENGLISH TEST PAPER

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।