শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সপ্তম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন 

৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে




ব্যাকরণ

১। ব্যাকরণ বলতে কী বোঝায়?

ক. ধ্বনির স্বরূপ বিশ্লেষণ

খ. শব্দের স্বরূপ বিশ্লেষণ

গ. বাক্যের স্বরূপ বিশ্লেষণ

ঘ. ভাষার স্বরূপ বিশ্লেষণ

২। মনের কোনো ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?

ক. একটি শব্দে

খ. একটি ধ্বনিতে

গ. একটি বাক্যে

ঘ. একটি পদে

৩। বাক্য কী দিয়ে তৈরি হয়?

ক. ধ্বনি খ. শব্দ

গ. অক্ষর ঘ. বর্ণ

৪। ধ্বনির প্রতীক কোনটি?

ক. অক্ষর খ. বর্ণ

গ. শব্দ ঘ. বাক্য

৫। 'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কোনটি?

ক. বিশেষভাবে বিভাজন

খ. বিশেষভাবে বিশ্লেষণ

গ. বিশেষভাবে বিয়োজন

ঘ. বিশেষভাবে সংযোজন

৬। ভাষার মৌলিক উপাদান কয়টি?

ক. চারটি খ. পাঁচটি

গ. ছয়টি ঘ. সাতটি

৭। ব্যাকরণ জানা থাকলে কী সম্ভব হয়?

ক. সাহিত্য রচনা

খ. অভিনয়

গ. পরীক্ষায় পাস

ঘ. ভাষার নির্ভুল ব্যবহার

৮। ব্যাকরণ এসেছে কখন?

ক. ভাষার আগে

খ. ভাষা সৃষ্টির সঙ্গে

গ. ভাষা সৃষ্টির পরে

ঘ. সাম্প্রতিককালে

৯। ব্যাকরণের কাজের ভিত্তি কোনটি?

ক. ধ্বনি ও বর্ণ খ. শব্দ ও পদ

গ. বাক্য ঘ. সব কয়টি সঠিক

১০। ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে কী বলে?

ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব

গ. শব্দতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব

১১। ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে কী বলে?

ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব

গ. বাক্যতত্ত্ব ঘ. বর্ণতত্ত্ব

১২। ব্যাকরণের আলোচ্য বিষয়কে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৩। ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় আলোচিত হয়?

ক. ধ্বনিতত্ত্বে খ. বাক্যতত্ত্বে

গ. শব্দতত্ত্বে ঘ. রূপতত্ত্বে

১৪। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?

ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে

গ. শব্দতত্ত্বে ঘ. রূপতত্ত্বে

১৫। ব্যাকরণে কোন অংশে শব্দ গঠনের কথা আলোচিত হয়?

ক. ধ্বনিতত্ত্বে খ. বাক্যতত্ত্বে

গ. রূপতত্ত্বে ঘ. কোনোটাতেই নয়

১৬। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব

গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব

১৭। কাকে ভাষার সংবিধান বলা হয়?

ক. বাক্যকে খ. ধ্বনিকে

গ. শব্দকে ঘ. ব্যাকরণকে

১৮। ব্যাকরণের কোন অংশে বাক্যের আলোচনা থাকে?

ক. শব্দতত্ত্বে

খ. বাক্যতত্ত্বে

গ. ধ্বনিতত্ত্বে ঘ. বর্ণমালায়

১৯। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?

ক. ভাষা শিক্ষা জন্য

খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য

গ. ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য

ঘ. ভাষার বিকাশের জন্য

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. খ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।