বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

আপনি কি করবেন?

লেখাপড়া শেষে চাকুরীর পেছনে সবাই ঘোরে । আপনিও কি করবেন তাই ? আপনি ঘুরবেন না এইটা আমি চাই । কিন্তু কিভাবে ? এ প্রশ্নগুলোর উত্তরঃ


ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি অনুষদের সংক্ষিপ্ত

সরকারিভাবে সম্পূর্ণ বিনা বেতনে খরচমুক্ত পড়ার জন্য ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঝিনাইদহ সহ মোট ০৮টি আই, এইচ, টি আছে । ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করার পর সরকারি-বেসরকারি হাসপাতালে চাকুরীর পাশাপাশি ডায়াগনষ্টিক সেন্টার ও এনজিওতে সম্মানজনক চাকুরীর অবাধ সুযোগ এবং চাকুরীর পাশাপাশি বি.এস.সি করার সুযোগ রয়েছে । তাছাড়া ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিদেশে টেকনোলজিষ্টদের প্রচুর চাহিদা বিদ্যমান । আর ভর্তির পূর্বে জানা দরকার কোন অনুষদে ভর্তি হবে । তাই তোমাদের প্রয়োজনে
আমাদের এই উপস্থাপনা ।


ল্যাবরোটরী মেডিসিনঃ রোগীর সঠিক রোগ নির্ণয়ের জন্য ল্যাব টেকনোলজিষ্টরা রক্ত, মল-মূত্র, কফের নমুনা পরীক্ষা করে থাকেন । ল্যাব টেকনোলজিষ্টরা সেসব রোগ নির্ণয় করে থাকেন তা হচ্ছে যক্ষা, ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস-এ, বি, সি, এইডস ইত্যাদি ।

রেডিওলজি এন্ড ইমেজিং: আধুনিক চিকিত্‍সা বিজ্ঞানে এই অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । R.D.I টেকনোলজিষ্টরা CT-Scan, MRI, Angiiogram, X-ray
ইত্যাদি কাজ করে থাকেন । 


ফার্মেসীঃ ফার্মাসিষ্টরা সাধারণত ঔষধ উত্‍পাদন , বিতরণ , সংরক্ষণ , ব্যবহার বিধি , পার্শ্ব প্রতিক্রিয়া , মাত্রা মান-নিয়ন্ত্রণ , গুনাগুন ইত্যাদি নিয়ে কাজ করে থাকেন ।

ডেন্টিষ্ট্রিঃ "স্বাস্থ্যই সকল সুখের মুল" । "Good health depends on good teeth". ডেন্টাল টেকনোলজিষ্ট দাঁত ও মুখের ছোট ও বড় সব ধরণের রোগের
সমাধান দিয়ে থাকেন । তারা প্রধানতঃ দাঁত তোলা , বাধাঁনো, দাঁত স্কেলিং, দাঁত ফিলিং ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন ।

ফিজিওথেরাপীঃ দূর্ঘটনা কবলিত , শারিরীকভাবে অক্ষম, প্যারালাইজড রোগীদের জন্য বিশেষ ধরনের থেরাপী দেয়া এদের কাজ ।

রেডিওথেরাপীঃ "ক্যান্সার একটি মরণ ব্যধি" । ক্যান্সার রোগ নিরাময়ের জন্য রেডিওথেরাপী টেকনোলজিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ।

মেডিকেল এ্যসিষ্টেন্ট ট্রেনিং স্কুলের সংক্ষিপ্ত পরিচিতি

প্রতিবছর দেশের ০৮টি সরকারী এবং আনুমানিক ১০০টিরও বেশী বেসরকারী MATS এ নির্দিষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রীদেরকে ডিপ্লোমা প্রদানের জন্য ভর্তি করানো হয় । Medical Assistant Training School বা State Medical Faculty থেকে ডিপ্লোমাপ্রাপ্ত চিকিত্‍সকগণ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কতৃক রেজিষ্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত । বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রায় ১২ কোটি মানুষের স্বাস্থ সেবা দেয়ার জন্য মূলত এই চিকিত্‍সক তৈরী করা হয় । গ্রামাঞ্চলে উচ্চ ডিগ্রীপ্রাপ্ত চিকিত্‍সকগণ না থাকার কারণে বিশেষ ট্রেনিং দিয়ে এই সব চিকিত্‍সক তৈরি করে যা বর্তমানে একটি সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত হচ্ছে ।

পলিটেকনিক ইন্সটিটিউট এ কেন ভর্তি হবেন ?

বাংলাদেশের সরকারি মোট ৪৯টি পলিটেকনিক ইন্সটিটিউট আছে । এই ইন্সটিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদি ৩২টি টেকনোলজি, ৩বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফরেষ্টি ও ২ বছর মেয়াদি মেরিন ও শিপ বিল্ডিং ট্রেড সার্টিফিকেট চালু আছে । ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ডুয়েট ও অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বি,এস,সি ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য
প্রতিষ্ঠানে উচ্চতর কোর্সে অধ্যায়নের সুযোগ রয়েছে । 

সিলেট সরকারী তিব্বিয়া (মেডিকেল) কলেজে ভর্তি সংক্রান্ত তথ্য

বাংলাদেশে সরকারী ও ১৭টি বেসরকারী ডিপ্লোমা মেডিকেল কলেজ রয়েছে । ৪ (চার) বছর মেয়াদি DUMS ডিপ্লোমা কোর্স শেষে সরকারী ও বেসরকারী কমিউনিটি
স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চাকুরীর সুযোগ রয়েছে । তাছাড়া নিজ নিজ এলাকায় স্বাস্থ সেবা দিতে পারবেন । পরবর্তীতে উচ্চতর ডিগ্রীর জন্য B.U.M.S করতে পারবেন । ভর্তির জন্য S.S.Cতে থেকে নুন্যতম জিপিএতে ৩.০০পেতে হবে ।

         অনেক যোগ্য ও মেধাবীরাও কেন চান্স পায় না

পরীক্ষায় ভাল ফলাফল অর্জিত হলেও ভর্তি পরীক্ষায় অনেকের খারাপ করার হলো লক্ষ্য নির্ধারণে অদূরদর্শিতা । I.H.T ও M.A.T.S তে ভর্তির  যোগ্যতা জিপিএ ২.৫০ হলেও ৪.০০ এর বেশি পেয়েও অনেক ছাত্র-ছাত্রী I.H.T ও M.A.T.S তে ভর্তি হবার সুযোগ পায় না । এর জন্য প্রয়োজন I.H.T ও M.A.T.S এর ভর্তি পরীক্ষা সম্বন্ধে সঠিক ধারণা ও দিক নির্দেশনা । ছাত্র-ছাত্রীদের এসব সমস্যা সমাধানের মনোব্রত নিয়েই মেমেন্টো Preparation ভর্তি কোচিং সেন্টার এর গৌরবময় পদচারণা ।

         ভাবুন তো আমরা যা দিচ্ছি অন্যরা কি তা দেয় ?

¤ এক্ষেত্রে আমরা নিজেদের শ্রেষ্ট বলে দাবী করতে পারি , কেননা আমাদের রয়েছে সর্বাধিক তথ্য সমৃদ্ধ লেকচারশীট ।
¤ সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও পরীক্ষা
¤ I.H.T ওসমানী মেডিক্যাল এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের দ্বারা ক্লাস পরিচালনা করা হয় ।
¤ আমরা Quantity নয় Quality তে বিশ্বাসী । তাই আমাদের যাচাই করার জন্য রয়েছে এক সপ্তাহের ফ্রি যাচাই ক্লাসের সুযোগ ।
¤ শিক্ষার্থীদের তথ্যাবলী কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয় ।
¤ ছাত্র-ছাত্রীদের কোচিং এর পারফরমেন্স অভিভাবকদের জানানো হয় ।
¤ অনলাইনে ভর্তি ফরম পূরণ করে দেয়া হয় ।

           মেমেন্টোতে কোচিং এ ভর্তির প্রশাসনিক নিয়মাবলী

§ ভর্তির সময় ২ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে ।
§ কোন অবস্থাতেই ভর্তি বাতিল করা যাবেনা ।
§ বিনা অনুমতিতে পরপর তিনটি ক্লাসে অনুপস্থিত থাকলে অভিভাবক নিয়ে আসতে হবে । অন্যথায় ভর্তি বাতিল করা হবে ।
§ ছাত্র-ছাত্রীরা ভর্তির পরপরই পরিচয় পত্র সংগ্রহ করে নেবে এবং ক্লাস
চলাকালীন সময়ে পরিচয়পত্র সঙ্গে থাকা বাধ্যতামূলক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।