সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের
‘বৃটিশ শাসন’ বিষয়ে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেওয়া হলো। তবে তোমরা আবারো
অধ্যায়টি সরব ও নীরব পাঠ করে আয়ত্তে নাও। এরপর এগুলো চর্চা কর।
সংক্ষেপে উত্তর :
প্রশ্ন : ইংরেজরা কী উদ্দেশ্যে এ অঞ্চলে আসে ?
উত্তর : বাণিজ্য করার উদ্দেশ্যে।
প্রশ্ন : কত তারিখে পলাশীর যুদ্ধ ঘটে?
উত্তর : ১৭৫৭ সালের ২৩ শে জুন।
প্রশ্ন : ইংরেজ ছাড়াও আরো কোন কোন জাতি বাণিজ্য করার নামে এদেশে এসেছিল ?
উত্তর : পর্তুগীজ, ডাচ, ফরাসি ও অন্যান্য ইউরোপীয় বণিকরা।
প্রশ্ন : সিরাজউদ্দৌলার পূর্বে কে নবাব ছিলেন ?
উত্তর : নবাব আলিবর্দী খাঁ।
প্রশ্ন : ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল ?
উত্তর : বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি।
প্রশ্ন : ইংরেজ ছাড়াও আর কোন কোন জাতি বাণিজ্য করার নামে এদেশে আসে ?
উত্তর : পর্তুগীজ, ডাচ, ফরাসি ও অন্যান্য ইউরোপীয় বণিকরা।
প্রশ্ন : বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কী ?
উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাবের নাম সিরাজউদ্দৌলা।
প্রশ্ন : পলাশীর যুদ্ধে কার বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে?
উত্তর : মীরজাফর।
প্রশ্ন : কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ?
উত্তর : ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।
প্রশ্ন : কত সালে বাংলাসহ ভারতের শাসনভার বৃটিশ সরকার নিজ হাতে তুলে নেয় ?
উত্তর : ১৮৫৮ সালে।
প্রশ্ন : এদেশে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্লাইভ।
প্রশ্ন : ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কতদিন পর্যন্ত শাসন চলে ?
উত্তর : প্রায় একশ বছর।
প্রশ্ন : এদেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল ?
উত্তর : ‘ভাগ কর শাসন কর’ নীতি।
প্রশ্ন : কোন শাসনের সময় ভয়াবহ দুর্ভিক্ষ হয় যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত ?
উত্তর : কোম্পানি শাসনের সময়।
প্রশ্ন : উনিশ শতকে বাংলায় নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তির নাম লেখ—
উত্তর: রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাকে ধন্যবাদ ভেদরগঞ্জ কোচিং সেন্টার এন্ড ট্রেনিং ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে।